ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


যুবলীগ নেতা খালেদ বিরুদ্ধে ৩ মামলা


২০ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩৮

নতুন সময়

ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়াকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মতিঝিল থানা ও গুলশান থানা পুলিশ ও র‌্যাব সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক, মানিল্ডারিং ও অস্ত্র আইনে তিন মামলা দায়ের করা হয়েছে।

এর আগে বুধবার রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের যে ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক করা হয় সেই ক্লাবের মালিক ছিলেন যুবলীগের এই নেতা। গুলশান-২-এর নিজ বাসা থেকে তাকে আটক করে র‌্যাব।

উল্লেখ্য, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় গত শনিবার যুবলীগ নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ইঙ্গিত করে তিনি বলেন, ঢাকায় ক্যাডার চাঁদাবাজ বাহিনী গড়ে তুলে সবকিছু নিয়ন্ত্রণ করে সে। আমার সংগঠনে চাঁদাবাজ দরকার নেই। শেখ হাসিনা আরও বলেন, আমার কাছে আরও তথ্য আছে, রাজধানীর সব সুউচ্চ ভবনের ছাদ দখল নিয়েছে যুবলীগের নেতারা। সেখানে ক্যাসিনো খোলা হয়েছে। যুবলীগের সবার আমলনামা আমার হাতে এসেছে। আমি সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে দিয়েছি।