ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


নয়া ইতিহাস গড়ে ছাত্রদলের নেতৃত্বে খোকন-শ্যামল


১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৬

ছবি সংগৃহীত

২৭ বছর পর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হল জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন নেতৃত্ব। নয়া ইতিহাস গড়ে বিএনপির ভ্যানগার্ড খ্যাত দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।

সভাপতি খোকন ভোট পেয়েছেন ১৮৬টি। সভাপতি পদে খোকনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক শ্যামল পেয়েছেন ১৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৮ ভোট।

এর আগে বুধবার রাত ৮টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসের বাসায় ভোট শুরু হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এই ভোট শুরুর আগে মির্জা আব্বাসের বাসার প্রধান ফটকে কাউন্সিলর ও প্রার্থীদের কার্ড দিয়ে ঢোকানো হয়। সারাদেশে ১১৭টি ইউনিটের ৪৮৭ জন কাউন্সিলর ভোট দিয়ে ছাত্র দলের নেতৃত্ব নির্বাচন করেন। ব্যালটের মাধ্যমে ছয়টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট প্রার্থী ছিলেন ২৮ জন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

নতুনসময়/আইকে