ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


৫২৮ কোটি টাকায় চার লেন হচ্ছে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩০

চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ হচ্ছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সূত্র জানায়, ‘চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়কের (এন-১০৬) হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত সড়কাংশ চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্প হাতে নেয়া হচ্ছে। ৫২৮ কোটি ৩৫ লাখ টাকা এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। এর পুরোটাই দিবে জিওবির (বাংলাদেশ সরকার)। প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২১ পর্যন্ত মেয়াদকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক বাস্তবায়িত হবে।

চট্টগ্রাম সড়ক বিভাগের অধীন চট্টগ্রাম-রাঙ্গামাটি (এন-১০৬) জাতীয় মহাসড়কের হাটহাজারী (চেইনেজ ১২+৫০০) থেকে শুরু হয়ে একই সড়কের ৩১তম কিলোমিটারে (চেইনেজ ৩০+৮০০) রাউজান উপজেলার প্রান্তসীমায় শেষ হয়েছে। চট্টগ্রাম জেলা ও রাঙ্গামাটি জেলার সংযোগ সড়ক এবং একই সঙ্গে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলার সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সড়কটি। গত বছর সড়কটির প্রথম ১২.৫০ কিলোমিটার অর্থাৎ চট্টগ্রাম (অক্সিজেন মোড়) থেকে হাটহাজারী পর্যন্ত ইতোমধ্যে অক্সিজেন-হাটহাজারী সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ৫.৫ মিটার প্রসস্থ সড়কটি দুই লেন বিশিষ্ট। প্রস্তাবিত প্রকল্পের আওতায় সড়কটির প্রস্থ ১৫.৮ মিটার ক্যারেজওয়ে (চার লেন), ১.৫ মিটার মিডিয়ান এবং প্রতি পার্শ্বে ১.৫ মিটার করে হার্ডসোল্ডারসহ মোট ২০.৩ মিটার প্রস্থে উন্নীত করা হবে।

৩১ মে পিইসির (প্রকল্প মূল্যায়ন কমিটি) প্রস্তাবিত প্রকল্পটির ওপর সভা অনুষ্ঠিত হয়। পিইসি সভার সিদ্ধান্ত মোতাবেক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) পুনর্গঠন করা হয়েছে। এর মাধ্যমে চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়কের (এন-১০৬) হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত চার লেনে উন্নীতকরণের মাধ্যমে উন্নত ও নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা।

আইএমটি