ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মাদ্রাসায় শিক্ষকের স্ত্রী ও ছাত্রের গলাকাটা লাশ


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২২

গাজীপুরে একটি মাদ্রাসায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে জেলার সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে হুফফাজুল কোরআন নামের ওই মাদ্রাসার ভেতর থেকে নিহত দুই জনের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- হুফ্ফাজুল কোরআন মাদ্রাসার পরিচালক মো. ইব্রাহিম খলিলের স্ত্রী মাহমুদা আক্তার (২১) ও মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র মো. মামুন (৮)।

গাজীপুরের বাসন থানা পুলিশের ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদ্রাসার পরিচালক মো. ইব্রাহিম খলিলের বসতঘরে লাশ দুটি পড়েছিল। মাহমুদার গলা, গাল ও কানে এবং মামুনের ঘাড়, মাথা ও পিঠে ধারোলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের ভেতর থেকে রক্তমাখা একটি দা ও দা ধার দেয়ার কাজে ব্যবহৃত একটি কাঠের খণ্ড উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, ভোরে ফজর নামাজের সময় মাদ্রাসার সব ছাত্রকে নিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যান পরিচালক ইব্রাহিম খলিল। এ সময় কে বা কারা মাদ্রাসায় প্রবেশ করে পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার ও নুরানী ক্লাসের ছাত্র মামুনকে কুপিয়ে খুন করে ফেলে রেখে পালিয়ে যায়।

আরআইএস