ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


সড়ক পরিবহন বিল সংসদে


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৫

চালকের বেপরোয়া ও খামখেয়ালি ভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটলে, কেউ আহত বা নিহত হলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান বহাল রেখে সড়ক পরিবহন বিল-২০১৮ এর রিপোর্ট চূড়ান্ত করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন সংসদে রিপোর্টটি উপস্থাপন করেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে দুর্ঘটনা সংক্রান্ত অপরাধে বলা হয়েছে, গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় গুরুতরভাবে কোনো ব্যক্তি আহত হইলে বা তাহার প্রাণহানি ঘটিলে তৎসংক্রান্ত অপরাদসমূহ পেনাল কোড ১৮৬০ (এ্যাক্ট নং এক্সএলভি অফ ১৮৬০) এর এতদসংশ্লিষ্ট বিধান অনুযায়ি অপরাধ বলিয়া গণ্য হইবে।

শাস্তির বিষয়ে বলা হয়েছে, ‘কোন ব্যক্তি বেপরোয়া গাড়ি চালানোর কারণে সংঘটিত দুর্ঘটনায় কোন ব্যক্তি গুরুতর ভাবে আহত হইলে বা তাহার প্রাণহানি ঘটলে উক্ত ব্যক্তি অনধিক ৫ বৎসরের কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দন্ডিত হইবেন’।

বিলে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কাউকে আহত করলে ৩ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ট্রাফিক আইন অমান্য করলে পয়েন্ট কাটার ব্যবস্থাও থাকবে আইনে। নির্ধারিত পয়েন্টের নিচে গেলে লাইসেন্স বাতিল হয়ে যাবে। চালককে নতুন করে আবার লাইসেন্স নিতে হবে।

বিলে ব্যক্তিগত গাড়ি চালনার জন্য চালকের বয়স আগের মতোই অন্তত ১৮ বছর রাখা হয়েছে। তবে পেশাদার চালকদের বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর। চালকের ৮ম শ্রেণীপাশ ও সহকারীকে পঞ্চম শ্রেণি পাসের সার্টিফিকেট থাকতে হবে।

এছাড়া সহকারী হতে বাধ্যতামূলকভাবে লাইসেন্সের বিধানও থাকছে। সহকারীরও শাস্তির বিধান যুক্ত করা হয়েছে বিলে। হেলপারের লাইসেন্স না থাকলে ১ মাসের জেল বা ২৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

বিলের বিধান অনুযায়ী গাড়ি চালানোর অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করলে ১ মাসের জেল বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে। সেই সাথে চালককে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করকে পারবে পুলিশ।

প্রসঙ্গত, দীর্ঘ ১ বছর ঝুলে থাকার পর আইনটি গত ৬ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। সংসদ সচিবালয় জানিয়েছে, দুই একদিনের মধ্যেই বিলটি পাসের কথা রয়েছে।

এসএমএন