ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


শোভন-রাব্বানীর ভাগ্য নির্ধারণ আজ!


১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩৪

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বের উপরে ক্ষোভ প্রকাশ করলে তা নিয়ে শুরু হয় হৈ চৈ। বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে পরিবর্তন নিয়ে গুঞ্জনও শুরু হয় এরপর থেকে। অর্থ কেলেঙ্কারিসহ নানা অভিযোগ রয়েছে এই নেতৃত্বের নামে।

তবে কমিটি ভেঙে দেওয়ার মতো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

দলীয় একটি সূত্রে জানা গেছে, বৈঠকে ছাত্রলীগের বর্তমান অবস্থা, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে শোকজ-পরবর্তী করণীয় এবং মদদদাতাদের বিষয়সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।

নতুনসময়/আইকে