ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


দেশের মানুষের আস্থা আওয়ামী লীগের ওপরে: প্রধানমন্ত্রী


১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২৮

গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠবে প্রধানমন্ত্রী শেষ হাসিবা বলেন, দেশের মানুষের আস্থা আছে আওয়ামী লীগের ওপরে। এই আস্থা ধরে রাখতে কেন্দ্র থেকে তৃণর্মূল পর্যন্ত সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


জাতির পিতার সংগঠনের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় সর্বস্তরে নিয়মিত সম্মেলনেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে জনগণের আস্থা ধরে রাখতে হবে এবং তাদের আশা-আকাংখা পূরনের জন্য কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারবো এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো।


আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি যুগপৎ নিদের্শনা প্রদান করেন।