জবিতে সমাবর্তনের দাবিতে ২য় দিনেও বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সমাবর্তন আয়োজনের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
সোমবার (১৭সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ক্যাম্পাসের কাঠাল চত্বর থেকে সমাবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিক্ষোভকারী। পরে বিবিএ ভবনের সিড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা।
এ সময় তারা, সমাবর্তন চাই, প্রশাসনের কালো হাত ভেঙে দাও, প্রশাসনের টালবাহানা চলবে না- এমন স্লোগান দিতে থাকেন।
কিছু সময় পর উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠান থেকে বের হয়ে এলে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে।
পরে উপাচার্য আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, তোমরা তো সমাবর্তন চাও। তাহলে তোমাদের স্লোগান জ্বালাও-পোড়াও আর প্রশাসনের কালো হাত ভেঙে দাও- এগুলো কেন? সমাবর্তনের দাবিতে আন্দোলনের দাবিতে প্রথম দিনেই উপাচার্যের অফিসে তালা লাগানো কোন দেশে আছে?
এ সময় তিনি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে আহ্বায়ক ও পাঁচ জন শিক্ষার্থীকে মঙ্গলবার সকাল ১১টায় তার কক্ষে যেতে বলেন। এছাড়া সমাবর্তনের জন্য কমিটি করে দেয়ারও কথা বলেন তিনি।
একেএ