দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: টিআইবি
-2018-09-17-14-00-58.jpg)
‘রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার সুশান ও শুদ্ধাচার’ শীর্ষক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানিয়েছেন, দলীয় সরকারের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
তবে একইসঙ্গে সব রাজনৈতিক দলেরও আগ্রহ থাকতে হবে। সেই সাথে সহায়ক মাঠ, নিরাপেক্ষ প্রশাসন ও জবাবদিহিতা থাকতে হবে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেছেন, বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন খুব বেশি গ্রহণযোগ্য না হওয়ায় নির্বাচন নিয়ে মানুষের কাছে আস্থার সংকট রয়েছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহারের বাস্তব কার্যকরের কথাও বলেন তিনি।
টিআইবি নির্বাহী পরিচালক বলেন, বিভিন্ন করণে সংসদ প্রত্যাশিত পর্যায়ে কার্যকর হতে পারিনি। সেই সাথে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি। প্রশাসন, আইন ও বিচার বিভাগে নিয়োগ, পদোন্নতি ও বদলির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব দেখা যায়।
সংবাদ সম্মলনে সংসদে নারীদের সংরক্ষিত আসন ৩৩ শতাংশের সুপারিশ করা হয়। সংরক্ষিত এসব আসনে সরাসরি নির্বাচনেরও সুপারিশ করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা ও নির্বাহী ব্যবস্থাপনা ড. সুমাইয়া খায়ের, রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
এসএমএন