ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


‘গাঙচিল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


২২ আগস্ট ২০১৯ ২৩:২৭

ছবি সংগৃহিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির আরও একটি বোয়িং (৭৮৭-৮) ড্রিমলাইনার উড়োজাহাজ ‘গাঙচিল’।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক গাঙচিলের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী বিমানের ককপিটে উঠেন এবং পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গাঙচিল যেন ডানা মেলে উড়তে পারে ভালোবাবে। সবাই যত্ন নেবেন। বিকেল ৫টায় যাত্রী নিয়ে আবুধাবির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে উড়োজাহাজটির।

এছাড়াও, বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী ফ্লাইটে আবুধাবির উদ্দেশে আকাশে ডানা মেলবে ‘গাঙচিল’।

উল্লেখ্য, গত ২৫ জুলাই উড়োজাহাজটি সিয়াটল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ‘গাঙচিল’ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানে ড্রিমলাইনার উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল তিনটিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে উড়োজাহাজটির নামকরণ করা হয়েছে ‘গাঙচিল’।