ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমির উদ্যোগে আলোচনা সভা


১৯ আগস্ট ২০১৯ ০৬:৪৬

জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমির উদ্যোগে আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমাদের কেউ দাবায় রাখতে পারবানা। বঙ্গবন্ধুকে ঘাতকেরা নিষ্ঠুরভাবে হত্যা করলেও তার আদর্শকে কেউ হত্যা করতে পারে নাই। বাঙ্গালি জাতিকেও কেউ দাবায় রাখতে পারে নাই।

রোববার দুপুরে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

এ সময় তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। এছাড়া, ২০৪১ সালের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নে স্ব-স্ব জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় নবীন কর্মকর্তাদের। বিসিএস একাডেমির রেক্টর কাজী রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ফয়েজ আহমদ।