যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ফখরুল

যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় তিনি তার উত্তরার বাসায় পৌঁছেছেন।
বিএনপির চেয়ারপাসনের প্রেস উইং সদস্য সদস্য শায়রুল কবীর খান নতুনসময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির মহাসচিবসহ বিএনপির একটি প্রতিনিধি দল গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
এছাড়া, দুই সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য সদস্য ছিলেন দলটির নির্বাহী সদস্য তাবিথ আউয়াল।
এ সফরে তারা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরলেও তাবিথ আউয়ালের ফেরার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
একেএ