মনোনয়ন নিয়ে অসুস্থ প্রতিযোগিতা করা যাবে না: কাদের

নির্বাচনকে সামনে রেখে অসুস্থ প্রতিযোগিতা না করার জন্য দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্তরাষ্ট ভিত্তিক প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যশনাল এর আয়োজনে নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী এলাকায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিরাই মনোনয়ন পাবে। জনগণ যাকে ভোট দিবে আমরা তাকেই মনোনয়ন দিব। প্রতি ছয় মাস অন্তর অন্তর আমাদের পার্টির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঁচটি জরিপ জমা হচ্ছে। সর্বশেষ জরিপের ভিত্তিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিবেন।
এই মনোনয়ন পাওয়া নিয়ে অসুস্থ প্রতিযোগিতা করা যাবে না, কোনো ধরনের অসুস্থ প্রতিযোগিতা যেন না হয়। যারা যোগ্য তারাই মনোনয়ন পাবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, গতকাল নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হয়েছে। আগামী নির্বাচন নিয়ে সর্বশেষ রাজনৈতিক সিদ্ধান্ত নেতাকর্মীদের কাছে পৌছে দিতে আমাদের নির্দেশ দিবেন। এই সিদ্ধান্ত পেলেই আমরা সবার কাছে পৌছে দিব।
সর্বস্তরের নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে নওফেল বলেন, নেত্রীর নির্দেশনা আমরা অতি শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে দেব। অতি উৎসাহিত হয়ে কেউ ধৈর্য্যহারা হবেন না। নির্বাচন পরিচালনার জন্য কিছু স্বিদ্ধান্ত আসছে, তা আমরা আপনাদের কাছে পৌছে দিব।
একেএ