জবিতে সমাবর্তনের দাবিতে ভিসির গাড়ি ঘেরাও
-2018-09-16-17-30-10.png)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সমাবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৬ সেপ্টেম্বর) ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ভিসির গাড়ি ঘেরাও করে স্লোগান দিতে থাকে। পরবর্তীতে প্রোক্টর ও ছাত্র নেতাদের অনুরোধে শিক্ষার্থীরা দুই দিনের আল্টিমেটাম দেয়।
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৩ বছরে পদার্পণ করবে। এই দীর্ঘ সময়েও সমাবর্তন করতে পারিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার সমাবর্তনের দাবি জানালেও প্রসাশন কার্যকরী কোনো পদক্ষেপ না নিয়ে আশ্বাস দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ আছে।