ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি ঔষধ আটক


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২১

রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে শুল্ক গোয়েন্দারা শাহজালালে অভিযান চালিয়ে একজন যাত্রীর নিকট থেকে বিপুল পরিমান আমদানি নিয়ন্ত্রিত ঔষধ আটক করেছে।

আটক ঔষধগুলো Duphaston- 12,000 pcs, Mixtard- 2,000 pcs, Neoral 25 mg- 15,000 pcs, Neoral 50 mg- 2,000 pcs, NovoRapid- 250 pcs. সর্বমোট ৫ ধরনের ৩১,২৫০ পিস ঔষধ। এসব ঔষধ ডায়বেটিস, হাঁড়ের ক্ষয় জনিত রোগ, বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহৃত হয়।

আটক যাত্রীর নাম মোঃ জামাল। তিনি মিশর থেকে TK-0712 ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ভোর ৫.০০ টায় অবতরণ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। এসময় যাত্রী ৪ নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটকের পর কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সাথে থাকা ২ টি লাগেজ খুলে বিদেশি ঔষধগুলো আটক করা হয়। আটককৃত ঔষধের আনুমানিক বাজারমুল্য ১ কোটি টাকা।

সমস্ত কার্যক্রম শেষে যাত্রীর পাসপোর্ট আটক করে জব্দ ঔষধ কাস্স্টমস গোডাউনে জমা রেখে এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

আইএমটি