ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেশী-- খোকন


১৩ জুলাই ২০১৯ ২৩:৪৬

ফাইল ফটো

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, এবছর ডেঙ্গুর প্রকোপ বেশী। ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্পোরেশনের কার্যক্রমের সাথে নাগরিক সচেতনতার সম্মিলন ঘটলেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এজন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি।

শনিবার খিলগাঁ তে ডেঙ্গু আক্রান্ত রোগীকে দেখতে এসে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন নৈতিক দায়িত্ববোধ থেকে তাঁকে দেখতে এসেছেন ।

তিনি বলেন, এবছর ডেঙ্গুর প্রকোপ বেশী তবে নগর কতৃপক্ষ সচেতন আছে তাই নাগরিকদের আতংকিত না হয়ে এ বিষয়ে সচেতন হতে বলেছেন। নগর কর্তৃপক্ষ সর্বদাই নাগরিকদের পাশে আছে এবং পাশে থাকবে বলেও জানান তিনি।

এসময় তিনি মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির গৃহীত এবং চলমান বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

তিনি বলেন ১লা জুলাই থেকে ক্রাশ প্রোগ্রাম উদ্বোধনের মাধ্যমে মশক নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু হয়েছে ।
এর পাশাপাশি নাগরিক উদ্বুদ্বকরন ও সচেতন মূলক সভা, সমাবেশের আয়োজন, লিফলেট বিতরণ, মাইকিংকরন, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ, অতিরিক্ত জনবল নিয়োজিত করে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

একইসাথে কল সেন্টারের মাধ্যমে বিনামূল্যে নগরবাসীকে ওষুধসহ চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেয়র সাঈদ ডেঙ্গু আক্রান্ত রোগীর সাথে কথা বলেন, তাঁর শারীরিক অবস্হার খোঁজখবর নেন।

স্ত্রী ডেঙ্গু আক্রান্ত হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে মেয়রের বিরুদ্ধে মামলাকারী আইনজীবী তাঁর বাসায় এসে রোগীর খোঁজ খবর নেয়ার জন্য মেয়র সাঈদ খোকনকে ধন্যবাদ জানান।

এসময় মেয়রের সাথে স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন. প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর জাহিদ হাসানসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।