ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রেলিং ভেঙে হাতিরঝিলের লেকে ডুবলো মাইক্রোবাস


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৩

ব্রিজের রেলিং ভেঙে লেকের পানিতে পড়ে যাওয়া মাইক্রোবাস।

রাজধানীর হাতিরঝিলের ব্রিজের রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস লেকের পানিতে নিচে ডুবে গেছে। এ ঘটনায় গাড়ির চালক আহত হয়েছেন।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা পর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে।

জানা যায়, পুলিশ প্লাজা সংলগ্ন এলাকায় ব্রিজের উপর দিয়ে যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে লেকের পানিতে পড়ে যায়। পরে চালক দরজা খুলে বের হয়ে আসে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না।

এদিকে, হাতিরঝিল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দাবি করেছে।

আরআইএস