ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দেশে ফিরেছেন ৭৬ হাজার হাজী


১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৯

ছবি সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে বিমান দেশে ফিরেছেন ৭৫ হাজার ৮৭০ জন হাজী। বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৬টি বিমানের ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন। শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকায় অফিস সূত্রে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৭২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।

এবার পবিত্র হজ পালন করতে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন।

এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ২১ জন মহিলাসহ ১২৬ জন হাজী ইন্তেকাল করেছেন বলে মক্কায় অবস্থিত হজ অফিস জানিয়েছে।