ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

জাহিদ আকবরের দ্বিতীয় উপন্যাস ‘শিকার’ বইমেলায়


১০ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১১

জাহিদ আকবরের দ্বিতীয় উপন্যাস ‘শিকার’ বইমেলায়

৮ ফেব্রয়ারি থেকে অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে গীতিকার ও সাংবাদিক জাহিদ আকবরের দ্বিতীয় উপন্যাস ‘শিকার’।

দায়হীন দেহটা ভোগ করতে অনুশোচনা হয় না? ঠোঁটের মধ্যে ঠোঁট ডোবাতে যাবে,সেই মুহূর্তে কথাটা বলে রুবিনা। ভেতরে ভেতরে চমকে উঠে অয়ন। দু’হাত সরিয়ে নেয় রুবিনার দু’কাধ থেকে…

ফাঁদপাতা এই ঢাকা শহরে চারজন নারী রুবিনা, সখিনা, শাহানা আর অনন্যার প্রতারিত হবার গল্পই ‍লিখেছেন ”শিকার” উপন্যাসে। লেখক আশাবাদী- পাঠকের কাছে ”শিকার” গ্রহণযোগ্যতা পাবে।

এদেশে গানের জগতে প্রতিষ্ঠিত গীতিকার জাহিদ আকবর। গান লেখার পাশাপাশি তিনি ছড়া, অনুকাব্য, কবিতাও লিখছেন।পাশাপাশি সাংবাদিকতা করছেন দ্যা ডেইলি স্টার পত্রিকায়।

প্রথম উপন্যাস ‘উধাও’ এর পাঠকপ্রিয় হওয়ার সুবাদে এবার একুশে বইমেলায় দ্বিতীয় উপন্যাস ‘শিকার’ নিয়ে হাজির হলেন তিনি।

ঔপন্যাসিক হিসেবে প্রথম উপন্যাসে যে প্রতিশ্রুতির স্বাক্ষর রেখেছেন তাতে আমার বিশ্বাস লেখক দ্বিতীয় উপন্যাসেও রাখবেন।

রকমারি ডটকমে যারা ঘরে বসে পড়তে চান তারা অর্ডার করতে পারেন ১৬২৯৭ নম্বরে। একুশে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে প্রিয়মুখ প্রকাশনীর ১৭৬ - ১৭৭ নং স্টলে।