ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

মাগুরায় পিঠা উৎসব


২৭ নভেম্বর ২০১৮ ০৯:১০

মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামে সোমবার (২৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর উৎসবের উদ্বোধন করেন।

মাগুরা কৃষি সম্প্রসারনের উপ পরিচালক জাহিদুল আমীনের সভাপতিত্বে উৎসবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতারুন নাহার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহাবুবুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীন, কৃষি প্রকৌশলী জয়দেব চক্রবর্তী প্রমুখ।

উৎসবে স্থানীয় কিষানীরা জামাই আদর, নতুন বউ, ভাপা, চিতাই, রস কদম,পাটি সাপটাসহ ৩০ রকমের পিঠা প্রদর্শন করে। পিঠা উৎসবের পাশাপাশি অনুষ্ঠিত হয় মাঠ দিবস। সেখানে নবান্ন উপলক্ষে ধান কাটা হয়। ধান কাটায় অংশ নেন মাগুরা জেলা প্রশাসক,পুলিম সুপারসহ অন্যরা।

এমএ