ঢাকা মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

বিদ্যুৎ কেন্দ্রের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী


৫ সেপ্টেম্বর ২০১৮ ০২:৫৩

দেশের সকল বিদ্যুৎ কেন্দ্রের ছবি নিয়ে জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে জাহাঙ্গীর আলম জনির আলোকচিত্র প্রদর্শনী ও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাহাঙ্গীর আলম জনির তোলা এই ছবির প্রদর্শনী আজ ৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ১১ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত চলবে।

তবে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) জাদুঘরের ছুটির দিন হওয়ায় ওই দিন প্রদর্শনী বন্ধ থাকবে ।

অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জাহাঙ্গীরের আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে দেশের মানুষ এদেশের অগ্রগতিকে দেখতে পারবে।

বিশেষ অতিথির বক্তেব্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য আবু তাহের বলেন, বর্তমানে আমরা ১৮০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে দেশের প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। এছাড়া ২০৪০ সালের মধ্যে ৬০০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা।

তিনি বলেন, ইতিমধ্যে আমরা ৯০ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি ।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় জাদুঘরের ডিজি আব্দুল মান্নান ইলিয়াস এবং জাহাঙ্গীর আলম জনি।

একেএ