ঢাকা মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

প্রথমবার বিরল অ্যান্টিলোপের দেখা মিলল


৩০ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫১

প্রথমবারের মতো উগান্ডার গভীর অরণ্যে ক্যামেরাবন্দি হলো পৃথিবীর সবচেয়ে বড় অ্যান্টিলোপ প্রজাতির সদস্য। নিম্নভূমির বংগো নামে পরিচিত ডোরাকাটা এই অ্যান্টিলোপ প্রজাতিটি শিকার ও আবাসভূমি ধ্বংসের কারণে বর্তমানে হুমকির মুখে। এদের সংখ্যা মধ্য ও পশ্চিম আফ্রিকায় প্রায় ৩০ হাজারে নেমে এসেছে।

সেমুলিকি ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে মোশন-সেন্সর ক্যামেরার সাহায্যে এই অ্যান্টিলোপের ছবি ধারণ করা হয়েছে বলে জানা যায়। শত শত প্রজাতির প্রাণী ও পাখির দেখা মেলে আফ্রিকার এই প্রাচীন বনাঞ্চলটিতে। প্রায় ১৮ হাজার ছবি তোলা হয় সেখানকার প্রাণীদের নিয়ে জরিপ চালাতে গবেষকদের পেতে রাখা ক্যামেরায়। সেগুলোতে ৩০টিরও বেশি বংগোর দেখা মেলে। এছাড়াও কিছু হাতি, শিম্পাঞ্জি, বন্য মহিশ ও লেপার্ডের ছবি ওঠে ক্যামেরাগুলোতে।

এতো বড় একটা স্তন্যপায়ী এতোদিন মানুষের চোখে ধড়া পড়েনি দেখে আমরা বেশ অবাক হয়েছি বলে মন্তব্য করেন, জরিপ কর্মকর্তা স্টুয়ার্ট নিক্সন।

বিশ্বের কোনো চিড়িয়াখানায় বর্তমানে নিম্নভূমির বংগো নেই। তাই প্রজাতিটি সংরক্ষণের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

আইএমটি