"জীবনের গল্প" ----- রাশেদ রাসেল

"জীবনের গল্প"
----- রাশেদ রাসেল
০২.০১.১৯
স্কুল শুরু চারে,
এগারোতে প্রাইমারির,
ঘন্টার শুর বাজে।
১২ তেই শুরু হাই স্কুল,
১৬ তে গিয়ে শেষ,
মাঝখানের সময়টুকু,
হৃদয়ে রয়ে যায় বেশ।
১৭ এর সেই কলেজ পড়া,
আমরা যেনো বাঘের ছানা।
রুখবে মোদের কে?
আমাদের সাথে অর্ধাঙ্গী,
আছে এবার যে।
করি নাকো কোন ভয়,
তারুণ্যের কাছে,
যে সকল কিছুরই পরাজয়।
১৮ ই শেষ কলেজ পাড়া,
১৯ এ গিয়ে প্রেমের নাড়া।
তুমিহীনা অসহায় আমি আজ,
তোমাকে পেলেই হবে,
অন্তিম কারুকাজ।
১৯ এই শুরু ভার্সিটি,
তোমাকে পেয়ে পড়ার ছুটি।
উদাসী আমি আজ,
তোমাতে মিশেই হয়েছে,
আমার যত সর্বনাস।
বসে না পড়ায় মন,
তোমার কথায় ভাবে সর্বক্ষণ।
ডেটিং এ গিয়ে পকেট ফাকা,
ঘরে ফিরেই অসীম জ্বালা।
এখানেই শেষ প্রেমের নেশা,
অবশেষে মিললো ছ্যাকা।
এভাবেই শেষ অনার্স,
রেজাল্টে যে হয়েছে,
মহা সর্বনাশ।
২২ এ শুরু মাস্টার্স,
প্রেমের নেশায় হারিয়েছি,
আমি পড়ার অভ্যাস।
দিনে ভাবি ভুলবো তোমায়,
রাত হলেই মনে পরে,
ভূতের নেশায়।
অবশেষে হাতে নেশার হাড়ি,
তবুও যদি তোমায় ভুলতে পারি।
এভাবেই যায় বছর,
মাস্টর্সেই আটকে গেলো,
আমার পড়ালেখার প্রহর।
ভালো থেকো তুমি,
আমার মুখে যদিও নেই,
ভালোবাসার সেই সুপ্তহাসি