ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

রবীন্দ্রনাথের দুই নাটক মঞ্চস্থ


৩০ জুলাই ২০১৯ ২১:০০

ছবি সংগৃহীত

‘চীনা সাংস্কৃতিক মাস ২০১৯’ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্রনাথের দুই নাটক ‘চিত্রা’ ও ‘রথযাত্রা’।

রোববার ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ নাটক দুটির মঞ্চায়ন হয়।

চীনের পিকিং ইউনিভার্সিটি পরিবেশন করবে রবীন্দ্রনাথের ‘চিত্রা’ নাটক এবং বাংলাদেশের লোক নাট্যদল পরিবেশন করে রবীন্দ্রনাথের ‘রথযাত্রা’।

চিত্রা নাটকটি নির্দেশনা দেন হৌ ইং চুয়ে, অনুবাদ করেছেন পাই থাই ইউয়ান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন লু চিয়া হুয়া, চিয়াং চাও লে, লাই হাই ফোং, লি লিন খুন ও লিউ চিং ই।

চিত্রা নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথের নাট্যকর্ম এবং বাংলাদেশের সংস্কৃতিকে চীনা ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরার চেষ্টা, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে চীনের সংস্কৃতির সম্পর্ক স্থাপন এবং চীন-বাংলাদেশের সংস্কৃতির বিকাশ করার জন্যেই এ প্রয়াস গ্রহণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানা যায়।