ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২

মালহার উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা


২৭ জুলাই ২০১৯ ২০:৩২

ছবি সংগৃহিত

ঢাকার ভারতীয় হাইকমিশন আয়োজিত মালহার উৎসবে শাস্ত্রীয় ঘরানার সংগীত শিল্পীদের পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করেছেন দর্শক-শ্রোতারা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে দু’দিনব্যাপী এ সংগীত উৎসব শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই দুটি রাগ সংগীত পরিবেশন করেন ভারতীয় কণ্ঠশিল্পী শ্রীমতি সায়নী সিন্ধে সাত্যায়া। এরপর যৌথভাবে সেতার এবং তবলা পরিবেশন করেন ভারতীয় পণ্ডিত কুশল দাস ও পণ্ডিত শুভংকর ব্যানার্জি।

সেতার ও তবলার নান্দনিকতার সুরে দর্শকশ্রোতা হারিয়ে যান সুরের ঝরনা ধারায়। সেতার ও তবলার সুর থেমে গেলেও দর্শকদের সুরের মুগ্ধতা শেষ হয় না। দর্শকদের অনুরোধে আবার বাজাতে হয়।

উৎসবের প্রথম দিনে শিল্পকলা একাডেমির থিয়েটার হল কানায় কানায় পূর্ণ ছিল। এতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলীসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে শিল্পীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দেন রিভা গাঙ্গুলী।