সিলিন্ডারে কতটুকু গ্যাস রয়েছে, বুঝা যাবে যেভাবে

রান্নার জন্য ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার নিয়ে আমাদের প্রতি নিয়ত কিছু সমস্যার সম্মুখীন হতে হয়।
কারণ, অকেন সময় এমনও হয় যে আগে থেকে বুঝতে না পারায় রান্না করতে গিয়ে দেখা যায় সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেছে।
এবার জেনে নেয়া যাক কিভাবে জানা যাবে গ্যাসের সিলিন্ডারে কতটুকু গ্যাস রয়েছে।
গ্যাস কতটা আছে তা বোঝার জন্য প্রথমে ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারটিকে ভাল করে মুছতে হবে। এমন ভাবে মোছা উচিত, যাতে সিলিন্ডারের গায়ে কোনও ধুলোর আস্তরণ থাকলেও তা উঠে যায়।
মোছা শেষ হলে দেখা যাবে সিলিন্ডার শুকোতে শুরু করেছে। দু’-তিন মিনিট পরে খেয়াল করলে দেখা যাবে সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়েছে, বাকি অংশ ভিজে রয়েছে। সেই অংশ শুকোতে একটু সময় লাগছে। যতটা অংশ ভিজে থাকবে সেই অংশেই গ্যাস রয়েছে বলে ধরে নিতে হবে।
এ ক্ষেত্রে অধ্যাপক রায় জানিয়েছেন, যেখানে তরল কিছু থাকে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কম হয়। ফলে সিলিন্ডারের যে অংশটুকুতে এলপিজি রয়েছে, সেই অংশটি শুকোতেও সময় বেশি লাগে।
এল এস