চরম গরমে ত্বক রাখুন আরামে

প্রচন্ড রোদ ও গরমে যেমন আপনার মেজাজ খিটখিটে হয়ে থাকে ঠিক তেমনি ত্বকের মেজাজও খিটখিটে হয়ে থাকে রোদ ও
গরমে। সে সঙ্গে রোদে বেশি ঘোরাঘুরি করলে ত্বক কালশিটে হয়ে যায়।
তবে এগুলো তেকে সহজেই মুক্তি পেতে আপনার ত্বকের সৌন্দর্য ঠিক রাখতে ব্যবহার করুন বরফ। এই বরফ ত্বকের পোড়াভাব দূর করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় খুবই সহজে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক ত্বক সুরক্ষার বরফ থেরাপি উপকারিতা-
খুব সহজে ত্বকের উজ্জ্বলতা বাড়বে যেভাবে, প্রচন্ড রোদ ও গরমে বাইরে থেকে ঘোরাঘুরি করে আসার পর ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। তারপর লোপকূপের ময়লা দূর করতে এক টুকরো বরফ পুরো মুখে ঘষতে হবে। এতে আপনার ত্বক খুব সহজেই পরিষ্কার ও উজ্জ্বলতা বাড়বে।
খুব সহজে মেকআপ সুন্দর রাখবেন যেভাবে, আপনার মেকআপ করার আগে বরফ দিয়ে ঘষে নেওয়া যেতে পারে। তাহলে খুব সহজেই দীর্ঘক্ষণ পর্যন্ত মেকআপ সুন্দর থাকবে।
খুব সহজে লাবণ্য ত্বক আসে যেভাবে, বরফ থেরাপি নিয়মিত ব্যবহার করলে রক্ত চলাচল প্রক্রিয়া স্বাভাবিক হয়। ফলে ত্বক ভেতর থেকেই উজ্জ্বল হয়। আর এগুলো পরিপুর্ন হলেই আপনার ত্বক থাকবে আরামে।