ঢাকা শুক্রবার, ৩১শে অক্টোবর ২০২৫, ১৬ই কার্তিক ১৪৩২


এবার সানি লিওনকে ছাড়িয়ে যেতে চান সাদিয়া!


১০ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২৯

ছবি সংগৃহিত

সানি লিওনকে ছাড়িয়ে যেতে চান ভারতের আলোচিত তারকা সাদিয়া। সেই লক্ষ্যেই তিনি এখন ছুটে চলেছেন। জন্মসূত্রে সাহারা নাইট ভারতীয়। তার প্রকৃত নাম সায়িদা ভোরাজি।

নিজের সম্পর্কে সায়িদা ‘পর্নস্টার’ এবং ‘এসকর্ট’ বলতেই পছন্দ করেন তিনি। সায়িদা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি একজন স্বাধীন ভারতীয় এসকর্ট এবং অভিজাত লাস্যময়ী যে লন্ডনের কেন্টে থাকে।’

সায়িদার নিজস্ব ওয়বেসাইট রয়েছে। সেখানে তার সম্পর্কে সবিস্তারে বর্ণনা দেওয়া রয়েছে। সায়িদা মনে করেন, তার মতো সানি লিওন এতটা সাহসী নন। ভারতে সায়িদার জনপ্রিয়তা ক্রমশ আকাশছোঁয়া হতে চলেছে।

সায়িদা ‘গেম অফ থ্রোনস’-এর প্রথম দু’টি সিরিজে আরমেকা চরিত্রে পর্দায় এসেছিলেন তিনি। সাহারার করা একটি সমকামী দৃশ্য তোলপাড় ফেলে দিয়েছিল সাদিয়া।