ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মিলন হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড


১০ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৮

গাজীপুরে মিলন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ও ১ জনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা থেকে অপর ২ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।

গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী ও মোহাম্মদ আলী ওরফে ছোট আলী। এদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন।

এছাড়া একই মামলায় মো. এনামুল হক ও শামসুল হককে খালাস দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৬ ফেরুয়ারি সন্ধ্যা ৭টায় রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূইয়াকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি সেন্টারিংয়ের মালামাল ভাড়া দেয়ার ব্যবসা করতেন।

এসএমএন