ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বিএনপির ১০০ নেতাকর্মীর জামিন বাতিল, কারাগারে প্রেরণ


৬ মার্চ ২০১৯ ০৫:৫৭

শেরপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ের ৬টি পৃথক মামলায় ১০০জন বিএনপি নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) শেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস বিস্ফোরক আইনের ৫টি মামলায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়রসহ ৭৮ নেতাকর্মী এবং শেরপুর সদরের ২০ নেতাকর্মীর জামিন বাতিল করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন শেষে এসব নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন।

অপর দিকে, জেলা ও দায়রা জজ কেএম শহীদ আহমেদ অপর একটি বিস্ফোরিত মামলায় শ্রীবরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম দুলাল সহ দুই নেতার জামিন না মঞ্জুর করে তাদের করাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব আদালতে ১০০ জন বিএনপি নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।

নতুনসময়/আইকে