ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


মানিকগঞ্জে মা ইলিশ ধরায় আটক ১৭


১৮ অক্টোবর ২০১৯ ০১:২১

ছবি-নতুনসময়

সারাদেশের মত মানিকগঞ্জে চলছে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান। যার অংশ হিসেবে ১৭ অক্টোবর ভোর হইতে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত যমুনা ও পদ্মা নদীতে অভিযানে মা ইলিশ শিকারের দায়ে ১৭ জনকে আটক করা হয়। ১০ জনকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আবুল কাশেম(৪৫), মোফাজ্জল মন্ডল (৩২), টোকন সর্দার(২৫), আকরাম হোসেন(২৫), রহম আলী সর্দার(৫৮), আলতাফ আলী(৫৮), আলম শিকদার(৪০), সিদ্দিক(৩৭), শহীদ শেখ(৩৫), নুরুজ্জামান (৩৫) এবং বাকী ৭ জনকে ২৫০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এসময় ৫০,০০০ মিটার কারেন্ট জাল আটক করা হয় এবং তা ধ্বংস করা হয়। জব্দকৃত ৮০কেজি ইলিশ দুটি এতিমখানায় বিতরণ করা হয়। সেই সাথে ইলিশ ধরায় ব্যবহিত ১০ টি নৌকা ডুবিয়ে দেয়া হয়।

মাছ কেনায় সহযোগিতার দায়ে আরো ৩ টি ট্রলার ডুবিয়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। সহযোগিতা করেন উপজেলা মৎস কর্মকর্তা আতিয়ার রহমান এবং শিবালয় থানা পুলিশ ও নৌ পুলিশ।

এসময় আরো জানানো হয়, এ অভিযান চলতেই থাকবে।