ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


পেছাল ওসি মোয়াজ্জেমের শুনানি


১১ জুলাই ২০১৯ ১৮:৩০

ছবি সংগৃহিত

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে বুধবার আদালতে হাজির করা হয়নি বলে অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয়বার পেছাল।

সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ জুলাই নতুন দিন ঠিক করেছেন। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে বুধবার ওসি মোয়াজ্জেমকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা যায়নি বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, নুসরাতের সঙ্গে ওসি মোয়াজ্জেমের জিজ্ঞাসাবাদের ভিডিওর কপি চেয়ে আবেদন করেছিলেন তিনি, আদালতের আদেশের পরও নকলখানা থেকে তা সরবরাহ করা হয়নি।

তখন বিচারক জিজ্ঞাসা করেন, কপির জন্য কবে আবেদন করেছিলেন? ফারুক আহম্মেদ বলেন, গত ৩০ জুন।

নকলখানায় সেই আবেদন কবে জমা দিয়েছিলেন- বিচারকের এ প্রশ্নে আইনজীবী বলেন, ৭ জুলাই জমা দিয়েছিলেন।
তখন বিচারক বলেন, “৩০ জুন আবেদন মঞ্জুর হয় আর আপনি সেটা ৭ জুলাই জমা দিয়েছেন। আপনি ভালো করে জানেন আজ মামলাটি চার্জ শুনানি আছে। ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছেন।”

এরপর বিচারক সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পেশকার শামীম আল মামুনের কাছে জিজ্ঞাসা করেন, “আসামি কই?” তখন পেশকার তাকে জানান, আসামিকে আদালতে হাজির করা হয়নি। এরপর আদালত আগামী ১৭ জুলাই শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।