১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি

১১ সেপ্টেম্বর প্রকাশিত হতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)র ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার (৩০ আগস্ট) কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। এতে ২ হাজারের অধিক ক্যাডার নিয়োগ দেওয়া হবে। সেই সাথে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের পরিকল্পনা আছে।
পিএসসি সূত্র জানায়, ৪০তম লিখিত পরীক্ষার প্রতিটি খাতা মূল্যায়নে থাকবেন ২জন পরীক্ষক। তাদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। পিএসসি মনে করছে, এতে করে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে।
এছাড়া ৪০তম তে বাংলাদেশ বিষয়াবলীর ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে প্রশ্ন রাখা হবে।