নৌবাহিনীতে নিয়োগ

২০১৯ ব্যাচে নাবিক ও ওএমডিসি পদে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রকৃত ১৭ থেকে ২০ বছর বয়সী বাংলাদেশী অবিবাহিত পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের সাঁতার জানা বাধ্যতামূলক।
শাখার নাম ও যোগ্যতা:
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল):
যোগ্যতা: এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.০০ (ন্যুনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনসটিটিউট হতে ন্যুনতম 'এ' গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
মেডিকেল:
যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.০০ (ন্যুনতম)।
পেট্রোলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ):
যোগ্যতা: এসএসসি/সমমান, সকল বিভাগে জিপিএ ৩.০০ (ন্যুনতম)।
টোপাস:
যোগ্যতা: ৫ম শ্রেনি পাশ।
বিজ্ঞপ্তি:
প্রার্থীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী ভর্তির জন্য প্রয়োজনীয় সনদ ও কাগজ-পত্রসহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল ৮টায় উপস্থিত হতে হবে।
আইএমটি