ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


চাকরির সুযোগ নিয়ে শুরু হচ্ছে ক্যারিয়ার ফেয়ার ২০১৯


২৫ জুন ২০১৯ ০২:৫৮

দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি, উন্নয়ন সংস্থা সহ সরকারি বেসরকারি প্রায় ১০০ এর অধিক খ্যাতনামা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে 'এনআরবি জবস নিবেদিত ব্রাক ইউনিভার্সিটি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০১৯'।

সোমবার (২৪ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক দিলারা আফরোজ খান রুপা।

তিনি জানান, দু'দিনব্যাপী এই ক্যারিয়ার ফেয়ার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ জুন। ফেয়ারটির উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়াও উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

তিনি আরও জানান, দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ারের উন্নয়ন ও প্রস্তুতির লক্ষ্যে দেশের বিভিন্ন সেক্টরের প্রথিতযশা কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করার প্ল্যাটফর্ম হিসেবে ক্যারিয়ার ফেয়ার অনেক ভূমিকা রাখবে। ক্যারিয়ার ফেয়ারের মত এই ধরনের উদ্যোগ চাকরি প্রত্যাশী ও চাকরিদাতাগণের মধ্যে এক ধরনের মিথস্ক্রিয়া তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে। উভয় পক্ষের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী একে অপর সন্ধানে জানার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববাজার সম্পর্কে সাম্যক ধারণা লাভ করবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে. কর্ণেল মোঃ ফয়জুল ইসলাম এবং এনআরবি জবস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবে এলাহী চৌধুরী প্রমুখ।