মালিতে হামলায় নিহত ৪১

মালির মধ্যাঞ্চলীয় এলাকার দুটি গ্রামে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪১ জন প্রাণ হারিয়েছে। সোমবার সন্ধ্যায় মালির ইয়োরো ও গঙ্গাফানি নামের দুটি গ্রামে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়। খবর গার্ডিয়ানের।
হামলায় ইয়োরো গ্রামে ২৪ জন ও গঙ্গাফানি গ্রামের ১৭ জন প্রাণ হারান। এখনো কেউ এ হামলায় দায় শিকার করেনি।
রয়টার্সকে ইয়োরোর মেয়র ইসিয়াকা গানামে বলেন, প্রায় ১০০ জন সশস্ত্র ব্যক্তি মোটরবাইকে করে হঠাৎ ইয়োরোতে আক্রমণ করে এবং মানুষের ওপর গুলি চালায়। এরপর তারা এখান থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গাফানি গ্রামের দিকে চলে যায়।
নতুনসময়/এনএইচ