আল্লাহু আকবর তাকবিরে ভারতের সংসদ কাঁপালেন মুসলিম নেতা (ভিডিও)

চতুর্থ বারের মতো ভারতীয় সংসদে শপথ গ্রহণ করলেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি। ১৮ জুন মঙ্গলবার শপথ নিয়েছেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি।
তিনি মাতৃভাষা উর্দুতেই শপথ পাঠ করেন। তবে অন্যান্য সংসদরা শপথ পাঠের পর “ভারত মাতা কি জয়” এবং “বন্দেমাতরম” বললেও পোড় খাওয়া রাজনীতিবিদ আসাদউদ্দিন ওয়াইসি শপথের পর “আল্লাহু আকবর” তাকবীর দিয়েছেন বলে জানা গেছে।
হায়দরাবাদ থেকে নির্বাচিত অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি শপথ গ্রহণের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছেন বিজেপি সংসদ সদস্যরা।
ওয়াইসি শপথ নেয়ার সময় বিজেপির সংসদ সদস্যরা জয় শ্রীরাম, ভারত মাতার জয়, বন্দে মাতরম স্লোগান দিতে থাকে।
জবাবে ওয়াইসি আল্লাহু আকবার ও জয়হিন্দ বলে পাল্টা স্লোগান দিয়ে ভারতের সংসদ কাঁপিয়েছেন মুসলিম নেতা ওয়াইসি।
সোমবার থেকে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। হিন্দি, ইংরেজি, তামিল, তেলুগু ও মারাঠিসহ নিজ নিজ ভাষায় শপথ নিচ্ছেন নির্বাচিত সদস্যরা।
মঙ্গলবার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি উর্দু ভাষায় চতুর্থবার লোকসভা সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের সময় বারেবারে তার দিকে ধেয়ে আসছিল জয় শ্রীরাম ধ্বনি। বিজেপি ও এনডিএ নেতারা চিৎকার করে জয় শ্রীরাম , ভারত মাতার জয়, বন্দে মাতরম স্লোগান দিচ্ছিল।
এ সময় আসাদুদ্দিন ওয়াইসি আল্লাহু আকবার তাকবির দিয়ে শপথ পাঠ করা শেষ করেন।
শপথ গ্রহণ শেষে হায়দরাবাদ থেকে নির্বাচিত এ সংসদ সদস্য বিজেপির জয় শ্রীরাম স্লোগানের প্রতিক্রিয়া জানিয়ে ওয়াইসি বলেন, এতবার জয় শ্রীরাম ধ্বনির পরিবর্তে সংবিধান ও মানুষের প্রতি যত্নবান হলে জনগণের বেশি উপকার হবে।