ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


মালিতে হামলায় নিহত ১০০


১১ জুন ২০১৯ ০৬:১৭

মালির সাঙ্গা শহরের কাছে দগন গ্রামে এক হামলায় প্রায় ১০০ জন মারা গেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই হামলাকে জাতিগত দাঙ্গা হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের দেহ এমনভাবে পুড়েছে যে তাদের চেনা যাচ্ছে না। আরও মৃতদেহের সন্ধান চলছে।

গত কয়েক মাস ধরে মালিতে অসংখ্য হামলা হয়েছে। এর মধ্যে কিছু হামলা জাতিগত দাঙ্গা এবং কিছু হামলা বিভিন্ন জিহাদি সংগঠন করেছে। একই অঞ্চলে গত মার্চে হামলায় ১৩০ জন ফুলানি গ্রামবাসী মারা যায়। দগন গোষ্ঠীর নিজস্ব পোশাক পরে ওই হামলা চালানো হয়েছিল।

মালিতে এখন দগন এবং ফুলানি গোষ্ঠীর মধ্যে নিয়মিত সংঘর্ষ হয়। ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে একটি ইসলামি সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের পর থেকে অঞ্চলটিতে সংঘর্ষ অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।


নতুনসময়/এনএইচ