ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ফল দেখিয়ে ব্যাংকে ডাকাতি!


১০ জুন ২০১৯ ০০:৪১

অ্যাভোকাডো ফল দেখিয়ে কর্মচারীদের বোকা বানিয়ে দুটি ব্যাংকে ডাকাতি করেছেন ইসরায়েলের এক ব্যক্তি।

‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ওই ব্যক্তি অ্যাভোকাডোর ওপর কালো রং করে গ্রেনেডের মতো চেহারা বানান। দুই ব্যাংকে সেটির ভয় দেখিয়ে ৭ লাখ টাকার মতো সংগ্রহ করতে সক্ষম হন।

বেদুইন গ্রামের ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি শেষ পর্যন্ত রক্ষা পাননি। ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশের জালে ধরা পড়তে বাধ্য হন।

অভিযুক্ত ব্যক্তি প্রথম পোস্টাল ব্যাংকের একটি শাখায় হানা দেন। ক্যাশিয়ারকে হুমকি দেন, তার হাতে টাকা তুলে না দিলে গ্রেনেডের বিস্ফোরণ ঘটাবেন। ওই ব্যাংক থেকে নিয়ে যান সাড়ে তিন লাখ টাকার মতো।

পাঁচ দিন পর ওই একই ব্যক্তি একই ব্যাংকের আরেকটি শাখায় হানা দেন। সেখানে একই কৌশলে ডাকাতি করে বেরিয়ে যান।

দুটি ঘটনার পর পুলিশ সিসি ক্যামেরার ভিডিও থেকে কিছু তথ্য জোগাড় করে। সেখানে তার মুখ কালো কাপড়ে ঢাকা দেখা যায়। চোখে ছিল চশমা।

এরপর পুলিশের বিশেষ বিভাগ ওই সময়ে ওই এলাকার লোকেশনে থাকা ফোনের তালিকা সংগ্রহ করে তার অবস্থান শনাক্ত করে। পুলিশ জানতে পারে, ডাকাতির অভিযোগে আগে একবার এই ব্যক্তি তিন বছরের জেল খেটেছেন।


নতুনসময়/এনএইচ