মোদিকে চিঠি দিলেন পাকিস্তানের ইমরান

দ্বিপাক্ষিক সমস্ত বিরোধের নিষ্পত্তিতে ভারতের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান। এই আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।
সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত রেখেছে ভারত। এমনকী কিরগিজস্তানের রাজধানী বিসকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর আগামী শীর্ষসম্মেলনের অবকাশে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা ইতোমধ্যেই উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। এর পরিপ্রেক্ষিতে ইমরানের এই চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ।
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য মোদীকে অভিনন্দন জানিয়েছে ইমরান। একইসঙ্গে তিনি জানিয়েছেন, একমাত্র পারস্পরিক আলোচনার মাধ্যমেই দুই দেশের দারিদ্র দূর হতে পারে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার উন্নয়নে দু’দেশকে হাতে হাত রেখে কাজ করতে হবে বলে মন্তব্য করেন ইমরান খান। পাকিস্তান কাশ্মীরসহ সমস্ত সমস্যার সমাধানে আন্তরিক বলে জানিয়েছেন ইমরান। পুলওয়ামা হামলার পর থেকে ভারত-পাক সম্পর্কের ক্রমশ অবনতি ঘটছে।’
নতুনসময়/আল-এম