বাইক চালিয়ে নারকেল গাছে কৃষক
-640x360-2019-06-06-15-12-53.jpeg)
নারিকেল গাছে ওঠা খুবই কঠিন কাজ। এ কথা সবারই জানা। কিন্তু সেই কাজটাকে একেবারে সহজ করে ফেলেছেন ভারতের এক কৃষক। তিনি বাইক চালিয়ে গাছের মগডাল পর্যন্ত উঠতে পারেন।
ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও সত্য। না দেখলে কারো হয়ত বিশ্বাসই হতো না। একজন ছোট্ট একটা ভিডিও টু্ইট করেছেন আর সেই ভিডিও দেখেই সবার চক্ষু চড়কগাছ – এভাবেও গাছে ওঠা যায়!
ভিডিওতে দেখা যায়, নারিকেল গাছের কাছে মোটর বাইকের মতো হ্যান্ডেল লাগানো ছোট্ট একটা বাহন, লুঙ্গি পরা এক কৃষক এসে সেই বাহনে বসলেন।
তারপর চালিয়ে দিলেন সেই বাহন। চোখের পলকে অনায়াসে কৃষককে নিয়ে সেই বাহন উঠে গেল নারিকেল গাছে।
নিজের তৈরি করা বাহনটিকে গাছের একেবারে ওপরে উঠে থামালেন, তারপর গাড়ির মতো ব্যাক গিয়ার চেপে খুব সহজে নেমে এলেন নীচে।
ভারতের গণমাধ্যমে খবরটি উঠে এসেছে। অভিনব এই আবিষ্কারের জন্য কৃষকের প্রশংসা করছেন সবাই। তবে তার নাম, পরিচয় এখনো জানা যায়নি।
নতুনসময়/এনএইচ