ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিমান ভেঙে পড়লো বাড়ির উপর (ভিডিও)


৬ জুন ২০১৯ ১০:৫১

সম্প্রতি একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে একটি বাড়িতে। এ দুর্ঘটনার পর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাড়ির ছাদ ভেঙে একটি ছোট বিমানের সামনের অংশটি ভেতরে ঢুকে গেছে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে কানেটিকাটের ডানবারিতে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, একটি গ্লাইডার প্লেন মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে। যে বাড়িতে বিমানটি ভেঙে পড়ে তার প্রতিবেশী জানিয়েছেন, তাঁরা প্রথমে ভেবেছিলেন জোরে কোনো গুলি চলছে। পরে তাঁরা জানতে পারেন পাশের বাড়িতে একটি বিমান ভেঙে পড়েছে। বিমানের সামনের দিকে অর্ধেকটা ও ডানাগুলির বেশ কিছুটা অংশ বাড়ির মধ্যে ঢুকে যায়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাইলট বাড়িতে ধাক্কা মারার আগেই বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। তিনি সামান্য আঘাত পেয়েছেন। আর যে বাড়িতে বিমানটি ভেঙে পড়েছে, সেই বাড়িতে ওই সময় তিনজন অবস্থান করছিলেন। তাঁদের কেউ আহত হননি। তবে তাঁদের পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


নতুনসময়/এনএইচ