ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ঈদের জামাতে হামলা, আহত ১৭


৬ জুন ২০১৯ ১০:৩৩

ভারতের পূর্ব দিল্লির খুরেজি এলাকায় ঈদের নামাজরত মুসল্লিদের ওপর দ্রুতগতির একটি গাড়ি তুলে দেয়ার ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। বুধবার এই ঘটনার পর ওই এলাকায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।  

কীভাবে এ হামলার ঘটনা ঘটলো সেটির তদন্ত শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে দেশটির ডেপুটি কমিশনার অব পুলিশ (শাহদারা) মেঘনা যাদব জানিয়েছেন, এখন পর্যন্ত ১৭ জন ব্যক্তিকে নিকটবর্তী একটি হাসপাতালে নেয়া হয়েছে।

আমরা অভিযুক্ত ব্যক্তির ঠিকানা খুঁজে পেয়েছি। তাকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

 

নতুনসময়/এনএইচ