ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ঈদের সকালে বাড়ি ঢুকে নারীকে গুলি করে হত্যা


৬ জুন ২০১৯ ০১:২৬

ভারতের বহুল আলোচিত পুলওয়ামায় আবারও হামলা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ঈদের দিন সকালে বাড়িতে ঢুকে এক নারীকে গুলি করে সন্ত্রাসীরা।

নিহত নাগিনা বানোর পাশাপাশি গুলিবিদ্ধ আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

গত ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার পর থেকেই আলোচনায় এই পুলওয়ামা। এরপর একাধিকবার সেখানে পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

এবারের হামলার জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি। ইতিমধ্যেই দেশটির গোয়েন্দা বিভাগ মাঠে নেমেছে।


নতুনসময়/এনএইচ