ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পাকিস্তানের ইমরানের হাতে লাঞ্ছিত হলেন সৌদির প্রধানমন্ত্রী


৪ জুন ২০১৯ ০৭:১৬

ফাইল ছবি

ওআইসির সম্মেলনে যোগ দিতে গিয়ে ইমরান খান রাজা সালমানের প্রটোকল অনুসরণ না করে তাকে অপমান করেছেন বলে অভিযোগ করেছে রিয়াদ। এজন্য ইসলামাবাদের কাছে ব্যাখ্যাও চেয়েছে সৌদি।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান গাড়ি থেকে নেমে লাল গালিচার ওপর দিয়ে বাদশা সালমানের কাছে যান। সালমান তার সঙ্গে হাত মেলানোর পর দু’জনের মধ্যে একটু কথা হয়। এরপরই ইমরান খান আর রাজার দিকে না তাকিয়ে সরাসরি দোভাষীর সঙ্গে কথা বলতে থাকেন।

এরপর দোভাষীর দিকে তাকিয়ে রাজার উদ্দেশে কিছু বলেন এবং রাজাকে তা বলতে বলেন। এরপর রাজার জবাবের অপেক্ষায় না থেকে সম্মেলনস্থলের দিকে চলে যান।সৌদি আরবের অনেকেই এই আচরণকে রাজার জন্য চরম অপমান হিসেবে মনে করছেন।

সৌদি বাদশাহ ও ইমরান খানের ওই দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হচ্ছে। টুইটার ব্যবহারকারীরা এজন্য ইমরান খানকে দূষছেন।

কেউ কেউ মন্তব্য করেছেন, ইমরান খানের কূটনৈতিক আচার-ব্যবহার শেখা উচিৎ।

তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: আরটি।’

নতুনসময়/আল-এম