ঘুমের মধ্যে যুবকের মৃত্যু, কারন জানলে চমকে উঠবেন!

বিছানায় মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়েছিলেন ২২ বছরের এক যুবক। ঘুমিয়ে থাকা যুবকের হাত মোবাইলের চার্জারের ওপর পড়েছিল। আর তাতেই বিদ্যুতায়িত হয়ে ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন এই যুবক।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, গত সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে থাইল্যান্ডের নাখন রাতচ্যাশিমা প্রদেশে। ওই যুবক তার কক্ষে রাতে একাই ঘুমিয়েছিলেন। সকালে পরিবারের সদস্যরা যুবকের কক্ষে প্রবেশ করে বিছানার ওপর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। কিন্তু তার ডান হাত মোবাইল চার্জারের তারের ওপর রাখা। তখনও মোবাইলের চার্জার ওয়াল সকেটে লাগানো ছিল।
যুবকের ডান হাত পুড়ে যাওয়ার দাগ রয়েছে। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের স্বজনরা কক্ষে প্রবেশের প্রায় পাঁচ ঘণ্টা আগেই ওই যুবক মারা গেছেন।
নিহত যুবকের মা বলছেন, তার ছেলে কঠোর পরিশ্রমী ছিল। তিনি বলেন, একেবারে ছোটবেলা থেকেই স্থানীয় বাজারে বাবার সবজি বিক্রিতে সহায়তা করে আসছিল সে।
মাত্র কয়েকমাস আগেই থাইল্যান্ডে একটি কারখানার শ্রমিকের প্রাণহানি ঘটে একই কারনে। ওই শ্রমিক রাতে মোবাইল চার্জে রেখে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিল।
পরদিন সকালে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকরা জানান, কানে হেডফোন রেখে ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
নতুনসময়/এনএইচ