ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কাবুলে মার্কিন সেনা বহরে হামলায় নিহত ৪, আহত ৪


২ জুন ২০১৯ ০১:৫৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন সেনা বহরে হামলা চালানো হয়েছে। এই গাড়িবোমা হামলায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন চার সেনা। আফগান তালেবান শুক্রবারের এ হামলার দায় স্বীকার করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড জানিয়েছে, মার্কিন সেনাদের টার্গেট করেই এ হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, গত দু’দিনে কাবুলে এটি দ্বিতীয় হামলা। একদিন আগেই একটি সেনা প্রশিক্ষণ একাডেমির বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়।

 

নতুনসময়/এনএইচ