ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্তে ৪ সেনা নিহত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় চার সৈন্য নিহত হয়েছে। স্থানীয় সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
এক বিবৃতিতে বলা হয়, বুধবার প্রশিক্ষণকালে মি-৮ হেলিকপ্টার পশ্চিমাঞ্চলীয় রিভন এলাকায় বিধ্বস্ত হয়। এতে তিন ক্রুসহ চার সৈন্য প্রাণ হারায়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
এদিকে, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি গতমাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি এ দুর্ঘটনা তদন্ত তত্ত্বাবধানের জন্য নবনিযুক্ত সেনাপ্রধান রাসলান খমোচককে নির্দেশ দিয়েছেন।
নতুনসময়/এনএইচ