ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কোটি টাকার জিনিস পানির দামে বিক্রি করলেন ২ কৃষক!


৩১ মে ২০১৯ ২১:২০

যৌন ক্ষমতা বাড়াতে ওষুধ হিসেবে সারাবিশ্বে বহুকাল ধরেই ব্যবহার হচ্ছে জিনসেং মূল। এ মূল অনেকটা দুষ্প্রাপ্যই বটে। সম্প্রতি জঙ্গলে এই দুষ্প্রাপ্য মূলটি পেয়ে পানির দামে বিক্রি করেছেন দুই কৃষক। যা আন্তর্জাতিক মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

প্রায় একশ ১৩ কেজির এই মূলের উপকারিতা জানতেন ওই দুই কৃষকও। কিন্ত এর দাম সম্পর্কে তাদের তেমন কোন ধারণা ছিলো না। মূলটি পাওয়ার পরেই স্থানীয় বাজারে নিয়ে যায় ওই দুই কৃষক। দাম হাঁকান অল্প কিছু টাকা। আর তখনই এক ব্যবসায়ী ওই দুই কৃষকের কাছ থেকে ৫৪ হাজার টাকা দিয়ে মূলটি কিনে নেন।

এ ঘটনা ঘটেছে চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সিচুয়ান প্রদেশের গুয়াং ডনের পাশের একটি গ্রামে। গ্রামের ওই দুই কৃষকের নাম লিপং এবং পিনিং।

মূলটি ওই দুই কৃষকের থেকে কিনে নিয়ে ওই ব্যবসায়ী এক ভেষজ দোকানদারের কাছে ৪ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করেন। এরপরও চলতে থাকে বেঁচা-কেনার গল্প।

ওই দোকানদার মূলটি বেঁচে দেন এক আড়তদারের কাছে। যিনি ওই মূলটি কিনেন ১০ লাখ টাকাতে।

সর্বশেষ মূলটি কেনে শহরের এক বিত্তবান ওষুধ নির্মাতা সংস্থা। যারা ওই আড়তদারকে পরিশোধ করেন নগদ দুই কোটি ১০ লাখ টাকা।

এরপর অবশ্যই ওই ওষুধ কোম্পানি আরও লাভে কারও কাছে বিক্রি করবে এই মহামূল্যবান মূল।

এদিকে এ ঘটনা জানতে পেরে লিপং আর পিনিং নামের ওই দুই কৃষক আক্ষেপে বুক চাপড়াচ্ছেন। কোটি কোটি টাকার দুষ্প্রাপ্য জিনসেং মূলের মূল্য না জেনে তারা যে পানির দামে বিক্রি করেছেন, আক্ষেপ হওয়াটা তাই স্বাভাবিক!

 

নতুনসময়/এনএইচ