স্বামী রেখে ২ সন্তানের বাবা পুরোহিতের সঙ্গে পালালেন নববধূ!

বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় নববধূ তার স্বামীকে রেখে যে পুরোহিত তাদের বিয়ে পড়িয়েছিলেন তার সঙ্গে পালিয়েছেন।
শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের অসথ গ্রামে।
বিনোদ নামের ওই পুরোহিত অবশ্য বিবাহিত। এমনকি তার দুই সন্তানও রয়েছে। বিয়ের পরপরই বাপের বাড়িতে ফিরে আসেন কনে। তারপরই গত ২৩ মে বিনোদের সঙ্গে পালিয়ে যান। সেই দিনের পর থেকে লাপাত্তা বিনোদের পরিবারের সদস্যরাও।
মজার বিষয় হল, ওই দিনই অন্য একটি বিয়ের দায়িত্বে ছিলেন বিনোদ। কিন্তু লগ্ন বয়ে গেলেও তার দেখা মেলেনি।
গ্রামবাসীরা তার খোঁজ শুরু করলে জানা যায়, নিখোঁজ তরুণীও। শ্বশুড়বাড়ি থেকে পাওয়া দেড় লাখ টাকার গয়না এবং ৩০ হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যান তিনি। পর দিন থানায় অভিযোগ দায়ের করে ওই তরুণীর পরিবার।
তাদের অভিযোগ, বিনোদই ভুলিয়ে ভালিয়ে তরুণীকে সঙ্গে নিয়ে পালিয়েছেন। তবে স্থানীয়রা এও জানাচ্ছেন, বিনোদের সঙ্গে যুবতীর সম্পর্ক নতুন নয়। গত দু’বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের মধ্যে। তবে এখনও পর্যন্ত বিনোদ ও ওই তরুণীর কোনও খোঁজ পায়নি পুলিশ।
নতুনসময়/এনএইচ